বিটি বেগুন একটি জৈব প্রযুক্তিঃ ঊর্ধতন কর্তৃপক্ষের মাঠ
পরিদর্শন
গত ২০/০২/২০১৮ ইং তারিখে বাংলাদেশ
কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) এর “বোর্ড অব ম্যানেজমেন্ট” এর সম্মানিত
সদস্যবৃন্দ বিএআরআই এর কৃষিতত্ত্ব বিভাগ এর বিটি বেগুনের মাঠ পরিদর্শন করেন ।
পরিদর্শন দলে বিএআরআই এর মহাপরিচালক-ড. আবুল কালাম আযাদ, অতিরিক্ত সচিব (কৃষি মন্ত্রনালয়)- জনাব সনৎ কুমার সাহা, বিএআরআই এর পরিচালকবৃন্দ,
বিশিষ্ট বিজ্ঞানীবৃন্দ ও বিএআরসি এর সদস্যবৃন্দ অন্তর্ভুক্ত ছিলেন । বিটি বেগুন একটি আধুনিক
প্রযুক্তি । ইহাতে জৈব প্রযুক্তির মাধ্যমে Cry1Ac জিন সংযুক্ত করাহয়েছে । বিটি বেগুনে
বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমন হয়না । কাজেই এই পোকা দমনের জন্য কোনো
কীটনাশক প্রয়োগ করতে হয়না, তাই ইহা পরিবেশ বান্ধব প্রযুক্তি । উৎপাদিত বিটি বেগুন সাস্থ্যসম্মত ও পুষ্টিগুন সমৃদ্ধ ।
বিটি বেগুনের ফলন স্বাভাবিক বেগুনের তুলনায় অনেক বেশী (প্রায় দেড় থেকে দুই গুন)।
ভাল ব্যবস্থাপনায় হেক্টর প্রতি ফলন প্রায়
৫০-৬০ টন । প্রতি গাছে প্রায় ৬০-৯০ টি বেগুন ধরে ।উক্ত পরিদর্শক দল বিটি বেগুনের
মাঠ দেখে খুবই সন্তোষ প্রকাশ করেন । এখানে বেগুনে কোনো পোকার আক্রমন ছিলনা । কোনো
রাসায়নিক কীটনাশক ও প্রয়োগ করা হয়নি । কিন্তু
বেগুনের গৌণ পোকা-থ্রিপস দমনের জন্য আঠালো হলুদ ফাঁদ ব্যবহার করা হয়েছে । এ বিষয়টি
দেখে পরিদর্শক দলের সকলেই সন্তুষ্ট হন এবং প্রযুক্তিটির বহুল প্রচার ও বিস্তার
হওয়া প্রয়োজন বলে মত প্রকাশ করেন ।
-
ড. মো. আবুল খায়ের মিয়া
ও জনাব মো. রেজাউল করিম, কৃষিতত্ত্ব বিভাগ, বিএআরআই, গাজীপুর
।